নিউইয়র্কে খালেদা জিয়ার মুক্তি দাবি

নিউইয়র্কে খালেদা জিয়ার মুক্তি দাবি

এনআরবি নিউজ, নিউইয়র্ক :

‘বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন ত্বরান্বিত করার স্বার্থেই যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি দরকার এবং এই কমিটি হতে হবে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ নেতা-কর্মীদের সমন্বয়ে। এমন অভিমত পোষণ করেছেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা  আকতার হোসেন বাদল।  

‘খালেদা জিয়ার মুক্তি দাবিতে’ ১৫ জুলাই সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে একটি পার্টি হলে নিউইয়র্ক বিএনপির এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আকতার হোসেন বাদল আরো উল্লেখ করেন, ‘ম্যাডামের মুক্তির লক্ষ্যে কংগ্রেসে লবিংয়ের জন্যে দরকার পদ-পদবি। পরিচয়হীনভাবে কোন গুরুত্ব পাচ্ছি না।

তাই অবিলম্বে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি দরকার নির্ভেজাল লোকজনের সমন্বয়ে। ’

উল্লেখ্য, প্রায় ৬ বছর আগে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি ভেঙ্গে দেয়ার পর নতুন কমিটির অনুমোদন এখনও আসেনি।  
এমরান শাহ রণের সভাপতিত্বে এবং দেলোয়ার হোসেন শিপনের পরিচালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা ও তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির মহাসচিব জসীমউদ্দিন। বক্তব্য দেন বিএনপি নেতা এ কে আজাদ, আবেদীন রনী, মনির হোসেন স্বপন এবং হাসান মাহমুদ।

 


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)
 

সম্পর্কিত খবর