রাঙামাটিতে পানির চাপ কমাতে খোলা হয়েছে ১৬টি গেট

ছবি সংগৃহীত

রাঙামাটিতে পানির চাপ কমাতে খোলা হয়েছে ১৬টি গেট

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

রাঙামাটি কাপ্তাই হ্রদে পানির চাপ কমাতে ১৬টি গেট দেড় ফুট খুলে দেওয়া হয়েছে। এসব গেট দিয়ে পানি নামছে ২৭ হাজার কিউসেক গতিতে।  বুধবার সকালে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এটিএম আব্দুল জাহেদ এ তথ্য নিশ্চিত করেন।  

এ প্রকৌশলী আর বলেন, রাঙামাটি কাপ্তাই হ্রদে পানি ধারণ ক্ষমতার সর্বোচ্চ পর্যায় রাখতে এ গেইট খোলা হয়েছে।


তিনি বলেন, বেশ কয়েকদিন ধরে ভারিবৃষ্টি অব্যাহত রয়েছে রাঙামাটিতে। নামছে উজান থেকে পাহাড়ি ঢলও। তাই হ্রদের পানি আগের তুলনায় অনেক গুণ বেড়েছে।  

তাই কাপ্তাই বাধেঁর উপর পানির চাপ কমাতে গেট গুলো খোলা রয়েছে।

তবে হ্রদের পানি বৃদ্ধি পাওয়ার কারণে পানি বিদ্যুৎ কেন্দ্রের সবগুলো ইউনিট সচল রয়েছে। বিদ্যুৎও উৎপাদন হচ্ছে ২১২মেঘা ওয়ার্ড।  

অভিযোগ রয়েছে, রাঙামাটি কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের গেইট খোলার কারণে তলিয়ে যাচ্ছে  চট্টগ্রামের হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, বোয়াখালী ও পটিয়াসহ বেশকিছু নিম্নাঞ্চল। কর্ণফুলী নদীতে স্রোতের চাপ বাড়ছে। তাই নৌ-যানচলাচলে সতর্কতা অবলম্বন করতে বলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর