পাকিস্তানে জঙ্গি নেতা হাফিজ সাঈদ গ্রেপ্তার

পাকিস্তানের জামাত-উদ-দাওয়ার (জেইউডি) প্রধান হাফিজ সাঈদ

পাকিস্তানে জঙ্গি নেতা হাফিজ সাঈদ গ্রেপ্তার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সন্ত্রাসবাদে অর্থায়ন সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে পাকিস্তানের জামাত-উদ-দাওয়ার (জেইউডি) প্রধান হাফিজ সাঈদকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার পাকিস্তানের লাহোর থেকে গুজরানওয়ালা শহরে যাওয়ার পথে তিনি গ্রেপ্তার হন বলে জামাত-উদ-দাওয়ার (জেইউডি) এক মুখপাত্রের বরাতে পাঞ্জাবের সন্ত্রাসবিরোধী বিভাগও এ খবর নিশ্চিত করেছে।

ঠিক কোন অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা পরিষ্কার না হলেও সন্ত্রাসবাদে অর্থায়ন সংক্রান্ত অভিযোগের সঙ্গে সম্পর্কিত কোনো কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে, এমন ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন ওই মুখপাত্র।  

গ্রেপ্তারের পর সাঈদকে বিচার বিভাগের হেফাজতে পাঠানো হয়েছে বলে পাকিস্তানি গণমাধ্যম খবর দিয়েছে।

ভারত হাফিজ সাঈদকে ২০০৮ সালে দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে জঙ্গি হামলার জন্য দায়ী করে থাকে। হাফিজ সাঈদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়াসহ নানা অভিযোগ রয়েছে।

কিছু দিন আগে হাফিজ সাঈদ পাকিস্তানে গৃহবন্দী ছিলেন। পরে লাহোর আদালতের নির্দেশে তাকে মুক্তি দেওয়া হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর