শুভেচ্ছা ও ভালোবাসায় শিক্ত নিউজ টোয়েন্টিফোরের পা চতুর্থ বর্ষে

ঢাকার দুই মেয়র সাঈদ খোকন ও আতিকুল ইসলামকে সঙ্গে নিয়ে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

শুভেচ্ছা ও ভালোবাসায় শিক্ত নিউজ টোয়েন্টিফোরের পা চতুর্থ বর্ষে

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

শুভেচ্ছা ও ভালোবাসায় শিক্ত নিউজ টোয়েন্টিফোরের পা চতুর্থ বর্ষে। সকালে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ব্যবস্থাপনা পরিচালক। এরপরে দিন ভর ফুলের শুভেচ্ছা জানান শুভাকাঙ্খীরা।

রোববার সকালে ঢাকার দুই মেয়র সাঈদ খোকন ও আতিকুল ইসলামকে সঙ্গে নিয়ে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

উপস্থিত ছিলেন নৌ পুলিশের ডিআইজি শেখ মোহাম্মদ মারুফ হাসান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, এফবিসিসিআই সাবেক সভাপতি মীর নাসির হোসেন, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ, রিহ্যাবের সিনিয়র সহসভাপতি নুরুন্নবী চৌধুরী শাওন এমপি, বিএনপি নেতা জয়নাল আবেদিন ফারুক, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল। এই অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন নিউজ টোয়েন্টিফোরের হেড অব নিউজ রাহুল রাহা।

জন্মদিনের এই অনুষ্ঠানে আগত অতিথিরা বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান, সাফওয়ান সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এবং নিউজ টোয়েন্টিফোরের সিইও, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

আগত অতিথিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- ডিএমপি কমিশনার  মো. আছাদুজ্জামান মিয়া, র‌্যাব মহাপরিচালক বেনজির আহমেদ, পুলিশের বিশেষ শাখা- এসবি’র ডিআইজি মাহবুব হোসেন, বিএনপি’র হাবিবুন নবী খান সোহেল, শফিউল বারী বাবু হাবিবুর রহমান হাবিব, ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সহসভাপতি আজিজুল ইসলাম ভূইঁয়া, সংগীত শিল্পী হায়দার হোসেন, ক্যাবল অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ- কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম আনোয়ার পারভেজ সহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন, পত্রিকা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

২০১৬ সালের ২৮ জুলাই চ্যানেলটির যাত্রা শুরু হয়। তবে এর আগে ২৬ মার্চ ২০১৬ তারিখে পরীক্ষামূলকভাবে চ্যানেলটি সম্প্রচার শুরু করে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর