মালয়েশিয়ায় ভালোবাসায় সিক্ত নিউজ টোয়েন্টিফোর

নিউজ টোয়েন্টিফোরের চতুর্থ বর্ষে পদার্পণে মালয়েশিয়া রাজধানী কুয়ালালামপুর পাঁচ তারকা হোটেল শেরাটনে কেক কাটা হয়

মালয়েশিয়ায় ভালোবাসায় সিক্ত নিউজ টোয়েন্টিফোর

শাহাদাত হোসেন, মালয়েশিয়া থেকে

বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের চতুর্থ বর্ষে পদার্পণে রোববার মালয়েশিয়া রাজধানী কুয়ালালামপুর পাঁচ তারকা হোটেল শেরাটনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটির সামাজিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ সহ কমিউনিটির সব শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অনুষ্ঠানে যোগ দেন। সাংবাদিক মোহাম্মদ ওয়াহিদ সোহানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। চলচ্চিত্র পরিচালক  জাফর ফিরোজের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাইকমিশনে প্রথম সচিব কনস্যুলার মো. মাসুদ হোসেইন।

উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মকবুল হোসেন মুকুল, কমিউনিটি নেতা প্রকৌশলী মো. আমিরুল ইসলাম খোকন, কমিউনিটি নেতা বিশিষ্ট ব্যবসায়ী মো. মোশারফ হোসেন, মালয়শিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ধাতু শ্রী হাজী জেম বিন আব্দুল কাদের, কমিউনিটি নেতা মোহাম্মদ শহীদুল্লাহ শহীদ, বিশিষ্ট ব্যবসায়ী কাজী সালাউদ্দিন, চাঁদপুর সমিতি মালয়েশিয়া সভাপতি মো. সেলিম, বিডিএম  বিজনেস এর সভাপতি মোহাম্মদ শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক আবু ইউসুফ সেলিম, বৃহত্তর নোয়াখালী সমিতির সাধারণ সম্পাদক হাজী ওবায়দুল হক, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাহাদুজ্জামান, চাঁদপুর জেলা সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফরিদ উদ্দিন গাজী, বাংলাদেশ ষ্টুডেন্টস ইউনিয়ন মালয়েশিয়ার (বিএসইউএম) সভাপতি পিএইচডি গবেষক মো. ফয়জুল হক, বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সহসভাপতি আহমেদুল কবির, তরিকুল জামান মিথুন, বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়া সকল নেতৃবৃন্দ।

আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা বক্তৃতা দেন, নিউজ টোয়েন্টিফোর মালয়েশিয়া প্রতিনিধি শাহাদাত হোসেন, বক্তারা সাফল্যের সাথে চতুর্থ বর্ষে পদার্পণে নিউজ টোয়েন্টিফোর পরিবারের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানান। আগামীর পথচলায় নিউজ টোয়েন্টিফোরের জন্য শুভকামনা জানান তারা। আলোচনা সভায় নেতৃবৃন্দ বাংলাদেশ ও বহির্বিশ্বে সুন্দর একটি বাংলাদেশে গড়তে নিউজ টোয়েন্টিফোরের কাছে বস্তুনিষ্ঠ ও সৎ সাংবাদিকতা প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন ছাড়াও আগত কমিউনিটি ব্যক্তিবর্গের জন্য নৈশ্যভোজের আয়োজন করা হয়। কেক কাটার পর্ব শেষে সবাই নৈশ্যভোজে অংশ নেন।

(নিউজ টোয়েন্টিফোর/শাহাদাত/তৌহিদ)

সম্পর্কিত খবর