‘৩ তালাক দিলে ৩ বছরের জেল’

তিন তালাক

‘৩ তালাক দিলে ৩ বছরের জেল’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

‌‌‌‘ভারতে কোনো পুরুষ তিন তালাক দিলে তাকে তিন বছরের জেল দেওয়া হবে’ এমন আইন পাশ হতে যাচ্ছে।

এ আইন ভারতের লোকসভায় আগেই পাশ হয়েছিল। এবার বিতর্কিত মুসলিম মহিলা (বিবাহের নিরাপত্তা অধিকার) বিল বা তাৎক্ষণিক তিন তালাক বিলে ছাড়পত্র দিল রাজ্যসভা।

গতকাল মঙ্গলবার সংসদের উচ্চকক্ষে ৯৯-৮৪ ভোটের ব্যবধানে বিলটি পাশ হয়ে যায়।

এখন বাকি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সম্মতি।

এটি হলেই মুসলিম সম্প্রদায়ের মধ্যে প্রচলিত তাৎক্ষণিক তিন তালাক প্রথাকে অপরাধ হিসেবে গণ্য করা হবে। আর দোষীর (তালাক দাতা) তিন বছরের কারাদণ্ড হতে পারে।

ভারতীয় গণমাধ্যম জানায়, সম্প্রতি লোকসভায় তিন তালাক বিল নিয়ে আলোচনার সময় বিরোধীদের পাশাপাশি বিরোধিতার সুর শোনা গিয়েছিল বিজেপির অন্দরেও।

রাজ্যসভার ক্ষেত্রেও একই ছবি ধরা পড়ল। এদিনও সংসদের উচ্চকক্ষে তিন তালাক বিলে তীব্র আপত্তি জানায় এআইএডিএমকে এবং জেডি(ইউ)-র মতো এনডিএর শরিক দলগুলিও।

বিলের প্রতিবাদে সভাকক্ষ থেকে ওয়াকআইট করে তারা। এছাড়া বিলের উপরে ভোটাভুটির সময় সভায় অনুস্থিত ছিলেন বিএসপি, টিআরএস এবং টিডিপির সাংসদরা। যার ফলে রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও তাৎক্ষণিক তিন তালাক বিলটি পাশ করিয়ে নিতে সফল হলো মোদী সরকার।

এদিকে তিল তালাক বিল 'পরীক্ষায়' উতরে যাওয়ায় খুশি কেন্দ্রীয় আইনমন্ত্রী রবি শংকর প্রসাদ।

তিনি বলেন, আজকের দিনটি ঐতিহাসিক। মুসলিম মহিলাদের ন্যায় পাইয়ে দিতে সক্ষম দুই কক্ষ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর