নেত্রকোনায় মশা নিধনে পরিচ্ছন্ন কর্মসূচি

নেত্রকোনায় মশা নিধনে পরিচ্ছন্ন কর্মসূচি

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি হাতে নিয়েছে সদর উপজেলা পরিষদ। জয়নগর আধুনিক সদর হাসপাতালের সামনে এডিস মশা নিধনে দীর্ঘদিনের আবর্জনাময় ডোবাটি পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে।  

বুধবার সকাল থেকে ডুবার কচুরিপানা ও ময়লা তুলছে শ্রমিকরা। মশার প্রজনন ক্ষেত্র বন্ধ করে দিতেই জরুরী ভিত্তিতে এ কার্যক্রম হাতে নিয়েছে সদর উপজেলা প্রশাসন।

আগামী সপ্তাহ খানেকের মধ্যে বিশাল ডোবাটি পরিষ্কার হবে বলে জানায় কতৃপক্ষ।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তফসির উদ্দিন খানের সভাপতিত্বে জরুরি সভায় জেলা প্রশাসক মঈনউল ইসলামের নেতৃত্বে এ কর্মসূচি গ্রহণ করা হয়।  


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর