গভীর রাতে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যাচেষ্টা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)

গভীর রাতে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যাচেষ্টা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সব শিক্ষার্থীর সামনে শিক্ষক ‘অপমান’ করায় লজ্জায় হাতের রগ কেটে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর নাম আরমান শাহরিয়ার।

বুধবার রাত ১২টার দিকে সার্জারিক্যাল ব্লেড দিয়ে হাতের রগ কেটে আত্মহত্যার চেষ্টা চালান তিনি।

আরমান শাহরিয়ার বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের ছাত্র এবং ফজলুল হক মুসলিম হলের আবাসিক বাসিন্দা।

আহত ছাত্রের বন্ধুরা জানান, রাত ১২টার দিকে হাতের রোগ কেটে আত্মহত্যাচেষ্টা চালায় আরমান শাহরিয়ার। পরে ফজলুল হক মুসলিম হলের ২০৯ নম্বর কক্ষ থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

‘আরমানকে বিভাগের শিক্ষকরা সব শিক্ষার্থীর সামনে তাকে অপমান করেছে। এ কারণে সে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে বলে জানান তার বন্ধুরা।

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শেখ নজরুল ইসলামের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর