টাঙ্গাইলে ডেঙ্গু রোগির সংখ্যা বেড়েই চলছে

টাঙ্গাইলে ডেঙ্গু রোগির সংখ্যা বেড়েই চলছে

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে ডেঙ্গু রোগির সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘন্টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নতুন আরও ১৫ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ জনে। এছাড়াও গতকাল দুইজনকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানো হয়েছে।

এছাড়াও টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে অন্তত ১৭ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে বলে খবর পাওয়া গেছে।   ফলে জেলায় মোট রোগীর সংখ্যা ৫৩ জনে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন শরীফ আহম্মেদ খান।  

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর স্বজনরা জানান, সরকারি হাসপাতালে ডেঙ্গু সনাক্তকরণ পরীক্ষার কোনো ব্যবস্থা না থাকায় হয়রানীর শিকার হতে হচ্ছে। গুরুতর রোগী নিয়ে শহরের বিভিন্ন প্রাইভেট হাপাতালে পরীক্ষার জন্যে যেতে হচ্ছে।

 

এতে করে রোগীর অবস্থা আরও অবনতির দিকে যাচ্ছে। এ ছাড়াও একই বিছানায় একই মশারীর নীচে একাধিক রোগী রয়েছে। অতিরিক্ত রোগীর কারণে একই বিছানায় দুইজন করে রাখতে হচ্ছে বলে জানান তত্বাবধায়ক নারায়ন চন্দ্র সাহা জানান।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর