ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনযাত্রা

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনযাত্রা

নেত্রকোনা প্রতিনিধি

প্রাণঘাতী ডেঙ্গু রোগ প্রতিরোধে জনসাধারণকে সচেতন করতে নেত্রকোনায় জনযাত্রা র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী সংস্থা জনউদ্যোগ, জেলা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির আয়োজনে এ জনযাত্রার উদ্যোগ নেয়া হয়।  

আজ বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব চত্তর থেকে জনযাত্রা র‌্যালীটি বের হয়ে জেলা শহরের প্রধান প্রদক্ষিণ করে পূনরায় প্রেসক্লাব চত্তরে এসে শেষ হয়। এসময় র‌্যালিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ পৌর কতৃপক্ষ অংশগ্রহন করেন।


 
পরে প্রেসক্লাবের সমানে ডেঙ্গু রোগের ভয়াবহতা ও প্রতিরোধে করণীয় বিষয়ক বক্তব্য রাখেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম, প্রেসক্লাব সহ সভাপতি খন্দকার আনিছুর রহমান, সম্পাদক শ্যামলেন্দু পাল, সাংবাদিক সমিতির সভাপতি হায়দার জাহান চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র আমীর বাশার সহ অনেকেই।  

বক্তারা বলেন জর আসলেই স্যাথ সাথে পরীক্ষা করা অত্যন্ত জরুরী। সেই সাথে নিজ আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।  


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর