এডিস মশা নির্মূলে সম্মিলিতভাবে কাজ করতে হবে: সেতুমন্ত্রী

ছবি সংগৃহীত

এডিস মশা নির্মূলে সম্মিলিতভাবে কাজ করতে হবে: সেতুমন্ত্রী

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

এডিস মশা নির্মূল করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার আওয়ামী লীগের তিন দিনের পরিচ্ছন্নতা অভিযানের দ্বিতীয় দিনের কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, এডিস মশার উপদ্রব উদ্বেগজনকভাবে ছড়িয়ে পড়েছে। এটা অস্বীকার করার উপায় নেই।

বিষয়টি আমরা সিরিয়াসলি নিয়েছি। সিটি করপোরেশন, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়কে একযোগে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, সবাইকে এক সাথে কাজ করতে নেত্রী নির্দেশ দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিদেশ থেকে কার্যকর ওষুধ আনা হচ্ছে।

একটু ধৈর্য ধরুন। আমরা সম্মিলিতভাবে জনগণকে সঙ্গে নিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে পারবো।

ওবায়দুল কাদের বলেন, নেত্রীর নির্দেশে আওয়ামী লীগ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে মাঠে নেমেছে। সুনামগঞ্জ থেকে সুন্দরবন পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন। ডেঙ্গু দেশীয় কোনো রোগ নয়, এডিস মশা দেশীয় কোনো মশা নয়। এশিয়ার অনেক দেশে এটি মহামারি আকার ধারণ করেছে।

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর