ঢাকা পরিচ্ছন্ন করতে ৫০ হাজার পুলিশকে নির্দেশ

ছবি সংগৃহীত

ঢাকা পরিচ্ছন্ন করতে ৫০ হাজার পুলিশকে নির্দেশ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, এডিস মশা প্রতিরোধে ও ঢাকাকে পরিচ্ছন্ন করতে ৫০ হাজার পুলিশ সদস্যকে অভিযান চালাতে নির্দেশ দেয়া হয়েছে।

আজ শনিবার (৩ আগস্ট) সকালে রাজারবাগ পুলিশ লাইনে ডেঙ্গু প্রতিরোধী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পুলিশ লাইন এলাকায় এডিস মশার লার্ভা পেয়েছে। এরপর আমরা এডিস মশার লার্ভা ধ্বংসে ডিএমপির সব ইউনিটকে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে নির্দেশ দিয়েছি।

 

তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে। তবে ঈদের আগেই এটা নির্মূলের চেষ্টা করা হবে।  

তিনি আরও বলেন, মশা নিয়ন্ত্রণ শুধু সরকার-স্বাস্থ্য বিভাগ একা করতে পারবে না, এজন্য সবার সচেতন হতে হবে।  


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর