হারুন নবীর কবরস্থানে ইসরাইলিদের ঢোকা নিষেধ

জর্ডানে ইসরাইলি দূতাবাস

হারুন নবীর কবরস্থানে ইসরাইলিদের ঢোকা নিষেধ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

জর্ডানের আল-বাত্রা শহরে হারুন নবীর (আ.) কবরস্থানে ইসরাইলি পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেখানে ঢুকতে গেলে অবশ্যই মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে বলে জানিয়ে দিয়েছে জর্ডানের ওয়াকফ মন্ত্রণালয়।

তবে জর্ডানে অবস্থিত ইসরাইলি দূতাবাস হারুন নবীর কবরস্থানে অবাধে প্রবেশের অনুমতি পেতে তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে।

পার্সটুডের খবরে জানানো হয়, সম্প্রতি দখলদার ইসরাইলের একদল পর্যটক ওই কবরস্থানে ঢুকে সেখানে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে।

ওই পদক্ষেপের বিরুদ্ধে জর্ডানজুড়ে প্রতিবাদ হয়। জনগণ এখনও সরকারের ব্যাপক সমালোচনা করছে। জর্ডানের কয়েকজন সংসদ সদস্য ওই ঘটনার নিন্দা জানিয়ে আল-বাত্রা অঞ্চলের জন্য বিশেষ আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। এরপর সরকার ইসরাইলি পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর