‘পোশাক ও চালচলনের কারণে নারীরা ধর্ষিত হয়’

মালয়েশীয় পার্লামেন্টের এমপি মুহম্মদ ইমরান আবদ হামিদ

‘পোশাক ও চালচলনের কারণে নারীরা ধর্ষিত হয়’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ধর্ষণ, শ্লীলতাহানি ও যৌন হয়রানির ঘটনায় নারীদের পোশাক ও তাঁদের আচরণ দায়ী বলে মন্তব্য করেছেন মুহম্মদ ইমরান আবদ হামিদ নামে মালয়েশীয় পার্লামেন্টের এক এমপি।

নারীদের ‘প্রলোভনের’ হাত থেকে পুরুষদের রক্ষা করতে আইন আনার প্রস্তাব রেখেছেন শাসক দলের ওই এমপি।

মালয়েশিয়ার অনলাইন সংবাদ পোর্টালে প্রকাশিত খবরে বলা হয়, হামিদ বলেছেন- পুরুষদের রক্ষা করতে যৌন নির্যাতন বিরোধী আইন আনার প্রস্তাব রেখেছি আমি। আমি মনে করি নারীদের পোশাক, কথা-বার্তা, চালচলন পুরুষদের ধর্ষণের মতো কাজ করাতে বাধ্য করে।

এমনকি নারীরাই পুরুষদের পর্নোগ্রাফি দেখতে উত্তেজিত করেন। তাই এ সবের হাত থেকে পুরুষদের বাঁচানো জরুরি বলে মনে হয়।

তাঁর এই প্রস্তাব যাতে পার্লামেন্টের বাকি সদস্যরা বিবেচনা করেন, সে আর্জি জানিয়েছেন হামিদ।

এদিকে হামিদের এই প্রস্তাবকে সমর্থন করেছেন মালয়েশিয়ার প্রধান বিরোধী দলের নেতা তথা সেনেটের ডেপুটি প্রেসিডেন্ট আবদুল হালিম আবদুল সামাদ।

এ ঘটনার পর তীব্র বিতর্কও শুরু হয়েছে দেশটিতে। আন্দোলন শুরু করেছে দেশের নারী অধিকার নিয়ে আন্দোলনকারী সংস্থাগুলো।

জেনিফার ওয়েলস কু নামে এমনই এক অধিকার কর্মী বললেন, এই ধরনের প্রআইন হলে মেয়েদের জীবনের ঝুঁকি আরও বেড়ে যাবে। ধর্ষককে শাস্তি না দিয়ে যদি সব দোষ নির্যাতিতার ঘাড়ে চাপানো হয়, তাহলে অত্যাচার তো বাড়বেই। সেই সঙ্গে মানবাধিকারের মতো বিষয়গুলো চাপা পড়ে যাবে।

মালয়েশিয়ায় যৌন হেনস্থার শিকার নারীদের একাংশের সঙ্গে কথা বলে সম্প্রতি দেশের কেন্দ্রীয় প্রশাসনিক শহর পুত্রজায়াতে যৌন হয়রানি বিরোধী বিল পাশের কথা ভাবা হয়েছে। এ বছরই সেই বিল আনার কথা।

এ বিল যেন পাশ না হয় সেজন্য হামিদের মতো নেতারা পুরুষদের পক্ষে আইন আনার প্রস্তাব দিচ্ছেন বলে মনে করছেন অনেকে।

সূত্র: আনন্দবাজার

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর