‘ইরানে হামলা হলে পরিণতি ভালো হবে না’

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

‘ইরানে হামলা হলে পরিণতি ভালো হবে না’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইরানে হামলা করলে হামলাকারীরা চোরাবালিতে আটকা পড়বে বলে সতর্ক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

ইরানের বিরুদ্ধে যেকোনো সামরিক পদক্ষেপের পরিণতি ভয়াবহ হবে উল্লেখ করে ইরানের বার্তাসংস্থা ফার্স নিউজকে তিনি এ কথা জানান।

তিনি আরো বলেন, আমি ইরানের শহীদি সংস্কৃতির সঙ্গে পরিচিত। বিশ্বের নেতৃবৃন্দের উচিত হবে না ইরানকে অন্য দেশগুলোর সঙ্গে মিলিয়ে ফেলা।

ইরানের বিরুদ্ধে যুদ্ধ কতটা ভয়াবহ হতে পারে তা তাদের বোঝা উচিত।

ইমরান খান বলেন, তিনি মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে সর্বোচ্চ চেষ্টা চালাবেন।

২০১৮ সালের মে মাসে আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে এ অঞ্চলে উত্তেজনা বেড়েই চলেছে। আমেরিকা ইরানের তেল বিক্রির ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এছাড়াও ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফকে নিষেধাজ্ঞা দিয়ে পরে তুলে নেয় আমেরিকা।

ইরান বলেছে, আমেরিকা ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে।

পাকিস্তান হচ্ছে ইরানের একটি প্রতিবেশী দেশ। ইরানের পাশাপাশি আমেরিকা ও সৌদি আরবের সঙ্গেও পাকিস্তানের সুসম্পর্ক রয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর