এবার ডেঙ্গুতে ঢাকা মেডিকেলে বৃদ্ধার মৃত্যু

প্রতীকী ছবি

এবার ডেঙ্গুতে ঢাকা মেডিকেলে বৃদ্ধার মৃত্যু

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক বৃদ্ধা মারা গেছেন। এ নিয়ে এই হাসপাতালে ডেঙ্গু রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৬ জনে।

মৃতের নাম মনোয়ারা বেগম (৭৫)। তার স্বামীর নাম আবদুল হাই।

চাঁদপুরের হাজীগঞ্জের আহমেদপুরে তার বাড়ি। মিরপুর এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন তিনি।

মারা যাওয়া মনোয়ারা বেগমের ছেলে মোশারফ হোসেন সেলিম জানান, তার মা এক সপ্তাহ আগে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন। তাকে ৩ আগস্ট ঢামেকের ওয়ান স্টপ ইমার্জেন্সিতে ভর্তি করা হয়।

নিবিড় পর্যবেক্ষণকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থেকে মঙ্গলবার ভোর ৪টায় মারা যান তিনি।

ঢামেকের সহকারী পরিচালক ডা. নাছির উদ্দিন মনোয়ারা বেগমের বিষয়টি নিশ্চিত করে জানান, ৩ আগস্ট ভর্তি ঢামেকে হয়েছিলেন এই বৃদ্ধা। চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়েছে।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর