কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের ঘোষণা 

ফাইল ছবি

কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের ঘোষণা 

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

আজ বুধবার দুপুরে নগর ভবনে কোরবানির বর্জ্য দ্রুত ব্যবস্থাপনার লক্ষ্যে পরিছন্নতাকর্মীদের সঙ্গে দিকনির্দেশনামূলক সভায় তিনি এ ঘোষণা দেন।

মেয়র বলেন, চার বছর ধরে আমরা কোরবানির বর্জ্য যথাসময়ে অপসারণ করেছি। ইনশাআল্লাহ এবারও ২৪ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা হবে।

পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশে সাঈদ খোকন বলেন, সিটি কর্পোরেশনে ছোট থেকে বড় আমরা যে কাজই করি, সেটি বড় কথা নয়; সবচেয়ে বড় কথা- আমরা সবাই মানুষ। মানুষ হিসেবে আমাদের মর্যাদা একই।

মেয়র আরও বলেন, প্রতি ঈদে পরিচ্ছন্নতাকর্মীদের ১৫০০ টাকা করে ঈদ বোনাস দেয়া হয়। এবার সেটি দুই হাজার করে দেয়া হবে।

ইতিমধ্যে পরিছন্নতাকর্মীদের থাকার জায়গা করে দেয়া হয়েছে। ৫২৫ ফ্ল্যাট হস্তান্তর করা হয়েছে।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর