নিউইয়র্কে তিন দিনব্যাপী ‘বঙ্গবন্ধু বইমেলা’

‘বঙ্গবন্ধু বইমেলা’ নিয়ে সভা

নিউইয়র্কে তিন দিনব্যাপী ‘বঙ্গবন্ধু বইমেলা’

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে

মুজিব বর্ষ উপলক্ষে নিউইয়র্কে তিন দিন ব্যপী ‘বঙ্গবন্ধু বইমেলা’র আয়োজন করা হচ্ছে। ২০-২২ সেপ্টেম্বর জ্যাকসন হাইটসে পিএস ৬৯ এর মিলনায়তনে এ মেলা বসার কথা রয়েছে।

প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত এই মেলায় বঙ্গবন্ধু তথা বাংলাদেশ বিষয়ক বই-পত্রের প্রদর্শনী, বিক্রি ছাড়াও থাকবে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ও গানের অনুষ্ঠান। আর এটি হচ্ছে- আগামী বছর বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশত বার্ষিকীর
ওয়ার্মআপ অনুষ্ঠান।

কারণ, আসছে ১৭ মার্চ জাতির জনকের জন্মদিন থেকেই শুরু হবে বছরব্যাপী নানা কর্মসূচি। এসব তথ্য জানাতে ৬ অগাস্ট মঙ্গলবার যুক্তরাষ্ট্রস্থ ‘মুজিব বর্ষ উদযাপন পরিষদ’র সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জ্যাকসন হাইটসে তিতাস পার্টি হলে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য উপস্থাপনকালে সদস্য-সচিব নূরল আমিন বাবু জানান, ‘নিউইয়র্কে বঙ্গবন্ধু পাঠাগার স্থাপনের পরিকল্পনা রয়েছে। এজন্যে তহবিল সংগ্রহ করা হবে মুক্তিযুদ্ধের চেতনায়

উজ্জীবিত প্রবাসীদের কাছে থেকে’।

এছাড়া প্রবাস প্রজন্মে বাঙালি জাতিরজনক বঙ্গবন্ধুর জীবন-ইতিহাস যথাযথভাবে প্রচারের উদ্যোগও থাকবে বছরব্যাপী কর্মসূচিতে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর