জম্মু জেলার পৌরসভাতে ১৪৪ ধারা প্রত্যাহার

ছবি সংগৃহীত

জম্মু জেলার পৌরসভাতে ১৪৪ ধারা প্রত্যাহার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ভারত অধিকৃত কাশ্মীরের জম্মু জেলার পৌরসভাগুলো থেকে জারিকৃত ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। খবর ভারতীয় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই)।

শুক্রবার জম্মুর ডেপুটি কমিশনারের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট সুষমা চৌহানের সই ছিল।

বিজ্ঞপ্তিটিতে বলা হয়, গত ৫ আগস্ট জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করে নেয়া হয়েছে। আগামীকাল থেকে এখানকার সব স্কুল, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে পারে। জম্মু জেলার ডেপুটি কমিশনারের কার্যালয়ের বিজ্ঞপ্তি

এদিন সকালে কাশ্মীরে আংশিকভাবে ফোন ও ইন্টারনেট সেবা এবং জুমার নামাজের আগে রাস্তাঘাটে চলাচল সংক্রান্ত নিষেধাজ্ঞাগুলো শিথিল করা হয় বলে জানায় ভারতের গণমাধ্যম এনডিটিভি।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর