পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রীদের চাপ বাড়ছে

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রীদের চাপ বাড়ছে

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লোকজনের চাপ বাড়ছে। সকাল থেকেই ঘাট এলাকায় ঈদে ঘরমুখো যাত্রীরা এসে জড়ো হচ্ছেন। এরপর তারা ফেরি ও লঞ্চে পার হয়ে যার যার গন্তব্যে যাচ্ছেন।  

এদিকে ঘাট এলাকায় জানজট এরাতে লোকাল গাড়ি গুলো এক কিলোমিটার দূরে যাত্রীদের নামিয়ে দিচ্ছে।

ফলে প্রচণ্ড রোদে যাত্রীরা পায়ে হেঁটে ঘাট এলাকায় আসছে। তার পরে হুমরি খেয়ে গাদাগাদি করে লঞ্চে উঠেন। অনেকটা জীবনের ঝুঁকি নিয়েই যাত্রীরা বাড়ি ফেরার চেষ্টা করছেন।  

এছাড়াও ঢাকা আরিচা মহাসড়কে থেমে থেমে চলাচল করছে যানবাহন।

ফলে কয়েকগুণ সময় লাগছে গন্তব্যে পৌঁছাইতে। এই দীর্ঘ সময় গাড়িতে বসে থেকে অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়ছেন।
   
জানা যায়, বিভিন্ন রুটের গাড়ি চলে আসায় সঠিক গতিতে গাড়ি চলাচল করতে পারছে না। অন্য রোডের গাড়ির চালক রাস্তা না চেনার কারণেও বিভিন্ন রাস্তায় আটকে যায়। এর ফলেও যানজটের সৃষ্টি হচ্ছে। যাত্রীরা জানান, পাটুরিয়া ঘাটের চেয়ে রাস্তায় ভোগান্তি বেশি। তিন ঘণ্টার রাস্তা আসতে সাত ঘণ্টা সময় লাগছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) এর সহকারী ব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, এরুটে চারটি ঘাট সচল রয়েছে। ঘাটে কোনো ধরনের সমস্যা নেই। ১৯টি ফেরি সঠিকভাবে চলাচল করছে। গাড়ির চাপ বেশি থাকার কারণে ঘাটে যাত্রীদের ভোগান্তি হচ্ছে।  


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর