ডেঙ্গুতে মালয়েশিয়ায় ১১৩ জনের মৃত্যু

মালয়েশিয়ায় ডেঙ্গু নিধনে অভিযান

ডেঙ্গুতে মালয়েশিয়ায় ১১৩ জনের মৃত্যু

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মালয়েশিয়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ বছরের ৩ আগস্ট পর্যন্ত ১১৩ জনের প্রাণহানি ঘটেছে। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এ বছর মালয়েশিয়ায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়ে গেছে। যা আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

দেটির স্বাস্থ্য মন্ত্রী লি বুন চায়ের আশঙ্কা ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে না পারলে বছর শেষে এ সংখ্যা দেড় লাখ ছাড়াতে পারে।

২০১৫ সালে মালয়েশিয়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয় ১ লাখ ২০ হাজার ৮৩৬ জন এবং মৃত্যু হয় ৩৩৬ জনের।

সূত্র জানায়, ডেঙ্গু প্রাদুর্ভাব কাটিয়ে উঠতে ফোগিং ও মশার প্রজনন স্থান অপসারণের বিভিন্ন পদক্ষেপ নিয়েছে দেশটির বিভিন্ন বিভাগ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর