ঈদের দিন আল আকসায় ইহুদিরা, সংঘর্ষে আহত ৪১

মুসল্লিদের দিকে টিয়ার গ্যাস ছোড়ে ইসরায়েলি পুলিশ। ছবি: সংগৃহীত

ঈদের দিন আল আকসায় ইহুদিরা, সংঘর্ষে আহত ৪১

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ঈদের দিন আল-আকসা মসজিদ প্রাঙ্গণে হাজারো ফিলিস্তিনির সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪১ জন আহত হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এ খবর প্রচার করে।

খবরে জানানো হয়, পবিত্র ঈদুল আজহার নামাজের জন্য কয়েক হাজার ফিলিস্তিনি আল আকসা মসজিদ প্রাঙ্গণে জড়ো হন।

 

পুলিশের বরাতে সংবাদ মাধ্যমটি জানায়, মুসল্লিরা এক নিরাপত্তাকর্মীর দিকে পাথর ও চেয়ার ছুড়তে শুরু করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে।

আল আকসা মসজিদ মুসলমানদের মতো ইহুদিদের কাছেও একটি পবিত্র স্থান। তারা এটিকে টেম্পল মাউন্ট বলে থাকে। তবে, চুক্তি মোতাবেক সেখানে শুধু মুসলমানদেরই প্রার্থনা করার অনুমতি রয়েছে।

ইহুদিরা শুধু পরিদর্শনে যেতে পারেন।

রোববার (১১ আগস্ট) খবর ছড়ায়, এদিন কয়েকজন ইহুদিকে মসজিদটিতে প্রার্থনা করতে দেওয়া হবে। এতে বিক্ষোভ শুরু করেন মুসলমানরা। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ব্যবহার করে ইসরায়েলি পুলিশ।

পরে, সংঘর্ষ ছড়িয়ে পড়লে ভেতরে থাকা ইহুদিদের পুলিশি পাহারায় বের করে নেওয়া হয়।

রেড ক্রিসেন্টের তথ্যমতে, এ ঘটনায় অন্তত ৩৭ জন মুসল্লি আহত হয়েছেন।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের চার পুলিশ সদস্যও আঘাত পেয়েছেন।

এ ঘটনায় দুই দেশের মধ্যে ধর্মীয় ও রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধিতে ইসরায়েল উসকানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন ফিলিস্তিনের প্রবীণ রাজনীতিবিদ হানান আশরাউই।

‌‘ঈদের দিন সকালে আল আকসা মসজিদ প্রাঙ্গণে হামলা ইসরায়েলি বাহিনীর বেপরোয়া ও আগ্রাসী কর্মকাণ্ডের পরিচয়’ বলে মনে করেন তিনি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর