অস্ট্রেলিয়ায় উৎসাহ-উদ্দীপনার ঈদ উদযাপিত

অস্ট্রেলিয়ায় ঈদুল আজহার নামাজ আদায় করা হচ্ছে

অস্ট্রেলিয়ায় উৎসাহ-উদ্দীপনার ঈদ উদযাপিত

মাসুম বিল্লাহ অস্ট্রেলিয়া থেকে

ধর্মীয় ভাবগাম্ভীর্য আর বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অস্ট্রেলিয়াতে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। বাংলাদেশি অধ্যুষিত সিডনির ল্যাকেম্বার পেরি পার্ক মাঠে ঈদুল আযহার বড় জামাত অনুষ্ঠিত হয়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তাকবীরে মুখরিত হয়ে উঠে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে অবস্থিত মসজিদ এবং ঈদের মাঠ।

মিষ্টি রোঁদ শিতের সকাল সিডনি সহ অস্ট্রেলিয়ায় আজকের আবহাওয়া ছিল ভালো।

অস্ট্রেলিয়ার প্রায় দশ স্থানের ঈদের নামাজের ইমামতি করেন বাংলাদেশি ইমাম। অস্ট্রেলিয়ার বিভিন্ন মসজিদে প্রবাসী বাংলাদেশি পরিবার বাড়ি থেকে সেমাই, পায়েশ, গোস্ত, রুটি, বিরিয়ানিসহ বিভিন্ন
সুস্বাদু খাবার নিয়ে আসেন এবং ঈদের নামাজের পর সকলে মিলে খাওয়ার উৎসবে মেতে ওঠেন।

কোগরাহ জুবলি স্টেডিয়াম, রকডেল,ইয়ারনেস স্ট্রেট, দারুল উলুম, ল্যাকেম্বা রেলওয়ে প্যারেড সহ সিডনির বিভিন্ন মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়ার অন্যতম শহর মেলবোর্নের উইন্ডহাম পার্ক, ইঙ্কর ইভেন্ট সেন্টার, আল ইমান কলেজ, মেল্টন কমিউনিটি হল, বাস্কেটবল স্টেডিয়াম সহ বিভিন্ন স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

ঈদের খুৎবাতে ইব্রাহীম আ. এর ত্যাগের শিক্ষা নিয়ে নিজেদের জিবনে তা বাস্তবায়ন করার আহবান জানানো হয়। ঈদের নামাজে স্থানীয় এমপি, কাউন্সিলর, কমিউনিটির মানুষ অংশগ্রহণ করেন। নামাজে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মোনাজাত করা হয়। ঈদের নামাজ শেষে প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন ফার্মে গিয়ে কুরবানি সম্পন্ন করেন।

(নিউজ টোয়েন্টিফোর/মাসুম/তৌহিদ)

সম্পর্কিত খবর