বাগেরহাটে কোরআনখানি, খাবার বিতরণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে বাগেরহাটে র‌্যালি

বাগেরহাটে কোরআনখানি, খাবার বিতরণ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোক র‌্যালি। পরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে
জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাগেরহাট জেলা প্রশাসন আয়োজিত জাতীয় শোক দিবসের র‌্যালিতে জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন, ভাইস
চেয়ারম্যান রিজিয়া পারভিন, প্রেসক্লাব সভাপতি আহাদ উদ্দিন হায়দারসহ প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগ ও প্রেসক্লাব, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। জেলার নয়টি উপজেলায়
বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। পরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে দিনভর কোরআনখানি, দেয়া মহফিল ও খাবার বিতরণ কর্মসূচি পালন করছে।

(নিউজ টোয়েন্টিফোর/করিম/তৌহিদ)