শত্রুর ছোঁড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সিরিয়া

শত্রুর ক্ষেপণাস্ত্র

শত্রুর ছোঁড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সিরিয়া

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বিভাগ শত্রুর ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে। উত্তর লেবাননের আকাশ দিয়ে ক্ষেপণাস্ত্রটি সিরিয়ার হামা প্রদেশের দিকে ছুঁটে আসছিল।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, শত্রুর ছোঁড়া ওই ক্ষেপণাস্ত্রটি তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর আগেই স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টা ৬ মিনিটের সময় ভূপাতিত করা হয়।  

এর আগে রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, মাসইয়াফ শহরের কাছে প্রচণ্ড শব্দ শোনা গেছে তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইসরাইল বার বার সিরিয়ার ওপর এ ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলার অনেকগুলোই চালানো হয়েছে লেবোননের আকাশ ব্যবহার করে।

ইসরাইলের এসব হামলার মূল লক্ষ্য হলো সিরিয়ার পরাজিত উগ্র সন্ত্রাসীদেরকে উজ্জীবিত করার চেষ্টা।

তবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অধিকৃত গোলান মালভূমিকে ইসরাইলের অংশ বলে স্বীকৃতি দেওয়ার পর থেকে ইসরাইল এমন হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর