পাকিস্তানের কোচ হলেন মিসবাহ

ছবি সংগৃহীত

পাকিস্তানের কোচ হলেন মিসবাহ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিশ্বকাপের পর বেশিরভাগ দলই পুরনো কোচদের বিদায় করে দিয়েছে। বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইংল্যান্ড, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা নতুন কোচের জন্য হন্য হয়ে খুঁজছে। আগামী বিশ্বকাপের আগে সব দলই চাইবে এমন কাউকে দায়িত্ব দিতে। যার কাঁধে নির্ভার থাকবে দলটা।

বিশ্বকাপে ব্যর্থতার জের ধরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান কোচ মিকি আর্থারসহ গোটা কোচিং স্টাফ বিদায় করে দেয়। এরপর নতুন করে কোচ খুঁজলেও এখনও নতুন কোচ পায়নি পিসিবি।

গুঞ্জন ছিল সাবেক অধিনায়ক মিসবাহ উল হককে দায়িত্ব দেয়া হবে প্রধান কোচের। শেষ পর্যন্ত সেই গুঞ্জন কিছুটা হলেও সত্য হলো।

পিসিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, পাকিস্তান ক্রিকেট দলের দায়িত্ব আপাতত মিসবাহ উই হকের কাঁধে। যতদিন কোচ না পাওয়া যায়।

আগামী ২২ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তান দলের কন্ডিশনিং ক্যাম্প রয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ হিসেবেই এই অনুশীলন ক্যাম্প। অর্থাৎ এর ভেতর নতুন প্রধান কোচের সন্ধান মিলে গেলে দায়িত্ব ছাড়তে হবে মিসবাহকে।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর