ভারী বর্ষণে সাতক্ষীরার নিম্নাঞ্চল প্লাবিত

ভারী বর্ষণে সাতক্ষীরার নিন্মাঞ্চল প্লাবিত। পথ চলাচলে দুর্ভোগ

ভারী বর্ষণে সাতক্ষীরার নিম্নাঞ্চল প্লাবিত

ভেসে গেছে মাছের ঘের, পুকুর ও জমির ফসল
শাকিলা ইসলাম জুঁই, সাতক্ষীরা প্রতিনিধি

টানা কয়েক ঘণ্টার ভারী বর্ষণে সাতক্ষীরা পৌরসভার নিম্নাঞ্চল তলিয়ে গেছে। পাঁচ শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ভেসে গেছে জমির ফসল, মাছের ঘের ও পুকুর।

আজ শনিবার ভোররাত থেকে সকাল ১০টা পর্যন্ত বেশ কয়েক ঘণ্টা ভারী বর্ষণ হয়।

মূহুর্তের মধ্যে তলিয়ে যায় শহরের পৌরসভার রসুলপুর, মেহেদিবাগ, মধুমল্লারডাঙ্গী, বকচরা, সরদারপাড়া, পলাশপোল, কামাননগর, কামাননগর বউবাজার, পুরাতন রাজারবাগান, বদ্দিপাড়া কলোনি, কাটিয়া মাঠপাড়া, মাঝখোলা, ডায়েরবিল, রথখোলার বিস্তীর্ণ এলাকা। কাঁচা ঘরবাড়ি ধসে পড়ার উপক্রম হয়েছে।

শতাধিক মাছের ঘের ও পুকুর ভেসে গেছে। বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান তালিয়ে যাওয়ায় পাঠদান করতে পারছেন না শিক্ষকরা।

সাতক্ষীরা পৌরসভার পানি নিষ্কাশন সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

এছাড়া জেলার কলারোয়া ও তালা উপজেলার বিভিন্ন অঞ্চল পানিতে প্লাবিত হয়েছে। কলারোয়া বেত্রাবতি মাধ্যমিক বিদ্যালয়ে কোমর সমান পানি অবস্থান করছে। ফলে স্কুলের চার শতাধিক শিক্ষার্থী পড়েছে বিপাকে।

(নিউজ টোয়েন্টিফোর/জুঁই/তৌহিদ)

সম্পর্কিত খবর