'বাড়ি বাড়ি গিয়ে এডিস মশা ধ্বংস করা হবে'

ছবি সংগৃহীত

'বাড়ি বাড়ি গিয়ে এডিস মশা ধ্বংস করা হবে'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বাড়ি বাড়ি গিয়ে এডিস মশা ধ্বংস ও নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

রাজধানীর গুলশানে ফজলে রাব্বী পার্কে এডিস মশার প্রজননক্ষেত্র পরিষ্কার ও ধ্বংস অনুষ্ঠানে আজ মঙ্গলবার সকালে তিনি একথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

মেয়র আতিকুল ইসলাম বলেন, শুধু ঢাকা নয় সারাদেশে এমন অভিযান পরিচালনা করতে হবে।

নতুন ওষুধ ও লার্ভা সাইডের মেশিন চলে এসেছে। বাড়ি বাড়ি গিয়ে অভিযান পরিচালনা করা হবে।

 প্রতিটি ওয়ার্ডকে ১০টি ভাগে ভাগ করা হয়েছে; যাতে কাজ করতে সুবিধা হয়। তাই এডিস মশা থেকে বাঁচতে হলে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।

একইসঙ্গে এডিস মশা নিয়ন্ত্রণে সবাইকে মাঠে আসার আহ্বান জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর