গুলি করে হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ

গুলি করে হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ

সোহাগ জামান, ফরিদপুর 

ফরিদপুরের নগরকান্দায় আলোচিত ব্যাংক কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয় ছাত্র খুনের ঘটনায় হত্যাকারীদের বিচারের দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।  

আজ বুধবার বেলা ১২টার সময় নগরকান্দা উপজেলার ঝাটুকদিয়া বাজারের সামনে মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। আধাঘন্টা ব্যাপি অবরোধ, বিক্ষোভ মিছিলের সময় মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে। পরে অবরোধ, বিক্ষোভ মিছিল শেষ করে শতশত মানুষ লইনে দাড়িয়ে মানববন্ধন বিক্ষোভ প্রদর্শন করে।

এ কর্মসূচিতে নিহতের পরিবার বর্গ ছাড়াও স্থানীয় হাজার হাজার মানুষ এতে অংশ নেয়। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানায়।

গত ১০ আগষ্ট সন্ধ্যায় নগরকান্দার কাইচাইল ইউনিয়নে আওয়ামী লীগের উঠোন বৈঠকে হামলা চালায় যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হানিফ হোসেন হৃদয়, হাসানসহ একদল দুবৃর্ত্তরা।  

হামলাকারীদের গুলিতে নিহত হয় ব্যাংক কর্মকর্তা রওশন মিয়া ও বিশ্ববিদ্যালয় ছাত্র মিরাজুল ইসলাম তুহিন।

এ ঘটনায় নগরকান্দা থানায় মামলা হলে ৫ জনকে আটক করে পুলিশ।  


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর