সুন্দরবন থেকে মৃত বাঘিনী উদ্ধার

ছবি সংগৃহীত

সুন্দরবন থেকে মৃত বাঘিনী উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের ছাপড়াখালী অভয়ারণ্য থেকে একটি বাঘিনীর মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ। লেজসহ ৭ ফুট ৭ ইঞ্চি লম্বা ও আড়াই ফুট উচ্চতার পূর্ণ বয়স্ক এই বাঘিনীর মৃতদেহের ময়না তদন্ত বুধবার বিকালে শরণখোলা রেঞ্জে সম্পন্ন হয়েছে।  

সুন্দরবনে বাঘিনীর মৃত্যুর খবর শুনে ভোরে শরণখোলা রেঞ্জ অফিসে ছুটে যান পূর্ব সুন্দরবন বিভাগের ডিএফও মো. মাহমুদুল হাসান। তিনি উপস্থিত থেকে প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন দিয়ে বাঘিনীর মৃতদেহের ময়না তদন্ত করান।

 

তবে, বাঘিনীর মৃত্যু বার্ধ্যকের কারণে না অন্য কোনও কারণে তা নিশ্চিত করতে লিভার ও কিডনিসহ কিছু অঙ্গ প্রত্যঙ্গ বন বিভাগের ফরেনসিক ল্যাবে পাঠানো হচ্ছে। এদিকে সুন্দরবনে মৃত বাঘ উদ্ধারের খবরে শঙ্কা প্রকাশ করেছেন এই হ্যারিটেজ বনের প্রাণ-প্রকৃতি নিয়ে কাজ করা পরিবেশবাদীরা।

খুলনা অঞ্চলের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ডিএফও মদিনুল আহসান বলেন, বাঘটির বয়স আনুমানিক ১৭-১৮ বছর। স্বাভাবিকভাবে একটি বাঘ এরকমই বয়স পেয়ে থাকে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু। বাঘিনীর শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর