ডেঙ্গু আক্রান্ত হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আলমগীর গাজী (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জুলাই) বিকাল ৫ টার সময় খুলনার গাজী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শ্রীকলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

নিহতের ভাই সুজন গাজী জানান, আমার ভাই আলঙ্গীর গাজী যশোরের একটি কওমিয়া মাদ্রাসায় কুরানের হাফেজি পড়ত।

কয়েকদিন আগে জ্বরে আক্রান্ত হলে তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রক্ত পরিক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে।  

বৃহস্পতিবার সকালে তার অবস্থার অবনতি হলে প্রথমে তাকে সাতক্ষীরায় সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা খুলনায় রেফার করে।

খুলনার গাজী মেডিকেল কলেজ  হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর