ফিনল্যান্ডে জাতীয় শোক দিবস পালন

ফিনল্যান্ডে জাতীয় শোক দিবসের অনুষ্ঠান

ফিনল্যান্ডে জাতীয় শোক দিবস পালন

পলাশ কামালী, ফিনল্যান্ড থেকে

ফিনল্যান্ডে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। ২৬ আগস্ট সোমবার সন্ধ্যায় রাজধানী হেলসিংকির মিস্টার ডন রেস্তোঁরায় ফিনল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়।

শোক দিবসের এ স্মরণসভায় সভাপত্বিত করেন- ফিনল্যান্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হুমায়ন কবির। পরিচালনা করেন ফিনল্যান্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন।

স্মরলসভার শুরুতে ১৫ আগস্টের শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

আলোচনায় সভায় অংশ নেন আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন বকুল, পলাশ কামালী, তপন বঙ্গবাসী, মোস্তফা আজাদ বাপি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব টিপু সহ আরো অনেকে।

স্মরণসভায় বক্তারা ১৫ আগস্টের হত্যাকাণ্ডের নেপথ্যের নায়কদের খুঁজে বেড় করে বিচারের সম্মুখীনের দাবি জানান। আর ভবিষ্যতে আওয়ামী লীগের ভেতরে যেন খন্দকার মোস্তাক সাদৃশ্য কোনো বেইমানের অনুপ্রবেশ না ঘটে সেদিকে সতর্ক থাকার আহবান জানান।

news24bd.tv

স্মরণসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রগতিশীল সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শাকিল, ড. জহির, স্থানীয় আওয়ামী লীগ নেত রাজু মালেক, খালেদুল ইসলাম জিতু, মহিলা বিষায়ক সম্পাদিকা আবিদা সুলতানা নান্সি, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ওয়াসীম জাবেদ দিপু, শীরিন আক্তার, আওয়ামী লীগ নেত্রী নুসরাত হোসেন, রোমেনা কবির সোহানা পারভিন প্রমুখ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আব্দুল লতিফ, পিটু, জিসান, শাকিল ইসলাম, আবু সুফিয়ান, মনিরুজ্জামান, সোহেল রানা প্রমুখ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর