ডিসির মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি

ডিসির মোবাইল নম্বর ক্লোন

ডিসির মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলামের অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করে রোববার সকালে শিবচর উপজেলা চেয়ারম্যানের কাছে দুই লাখ টাকা দাবি করা হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলামের অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করে রোববার সকালে শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যানকে ফোন দিয়ে ২ লাখ টাকা চাওয়া হয়। পরে শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সামসুদ্দিন খান ফোন দিয়ে জেলা প্রশাসকের সাথে কথা বললে বিষয়টি বুঝতে পারেন।

শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সামসুদ্দিন খান বলেন, সকালে আমার নম্বরে মাদারীপুরের জেলা প্রশাসকের অফিসিয়াল নম্বর থেকে ফোন দিয়ে টিআর পাওয়ার কথা বলে ২ লাখ টাকা দাবি করেন।

ফোনে ডিসি পরিচয়ে যিনি কথা বলেছেন, তার সাথে আমাদের জেলা প্রশাসরে কণ্ঠের মিল নেই। তখন সন্দেহ হলে ডিসি স্যারের কাছে ফোন দিলে বিষয়টি ধরা পরে।

মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, এর আগেও অফিসিয়াল নম্বরটি ক্লোন করে দুইবার চাঁদা দাবির ঘটনা ঘটেছিল। তখন দুইজনকে আটকও করা হয়।

ফের একই ঘটনা ঘটল।

(নিউজ টোয়েন্টিফোর/রিজভী/তৌহিদ)

সম্পর্কিত খবর