রিয়াদে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা

শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা

রিয়াদে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা

মোহাম্মদ আল-আমিন, সৌদি আরব থেকে

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে জাতীয় কারিকুলাম অনুযায়ী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ‌‘ছাত্র-ছাত্রীদের ক্যারিয়ার গঠনে শিক্ষকের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানের শিক্ষক মিনলায়তনেেএ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালা পরিচালনা করেন, কিং সাউদ ইউনিভার্সিটির কলেজ অব ফার্মাসির ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক  মহসিন কাজী, পিএইচডি, এমবিএ।

প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের বোর্ড অব ডাইরেক্টর্সের চেয়ারম্যান মোস্তাক আহমেদ, ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সিগনেটরী মো. আবদুল হাকিম, কো-সিগনেটরী ইঞ্জিনিয়ার গোফরান, কালচারাল ডাইরেক্টর সিরাজুল সফিকুল হক সহ কয়েকজন অভিভাবক প্রতিনিধি।

রিসোর্স  পার্সন  হিসেবে ড. মহসিন কাজী বলেন, শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে একজন আদর্শ শিক্ষক  সত্যিকারের মেন্টরের ভূমিকায় অবতীর্ণ হয়ে শিক্ষার্থীকে তার সঠিক গন্তব্যে পৌঁছে দিতে সক্ষম হবেন।

উল্লেখ্য বর্তমান স্কুল পরিচালনা বোর্ড অব ডাইরেক্টর্স দায়িত্বভার গ্রহণ করার পর শিক্ষকদের কর্মদক্ষতা বৃদ্ধির  লক্ষ্যে ইতিপূর্বে তিনটি  কর্মশালার আয়োজন করে। এটি ছিলো চতুর্থ প্রশিক্ষণ কর্মশালা।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর