সীমান্তে গরু পার করতে গিয়ে কিশোরের মৃত্যু

ভারত-বাংলাদেশ সীমান্ত

সীমান্তে গরু পার করতে গিয়ে কিশোরের মৃত্যু

হুমায়ুন কবির সূর্য্য, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার ধর্মপুর সীমান্তে অবৈধভাবে গরু পাচারের সময় বাঁশের আঘাতে রায়হান মিয়া (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার (৭ সেপ্টেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে।

নিহত কিশোর ওই গ্রামের লালকু মিয়ার ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার ভোররাতে ধর্মপুর সীমান্তের ভারতীয় আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৫৬ এর পাশ দিয়ে দু’দল গরু ব্যবসায়ী অবৈধভাবে গরু পারাপার করছিল। এসময় স্থানীয়ভাবে তৈরি বাঁশের আড়কি কাঁটাতারের উপর দিয়ে অপর সীমানায় পাঠানো হয়। সেখানে গরু বেঁধে কাঁটাতারের উপর দিয়ে ধনুকের মতো বাঁকা করে গরু পারাপার করা হচ্ছিল। অসতর্কতাবশত বাঁকা বাঁশের আঘাত মাথায় লাগলে কিশোর রায়হান গুরুতর আহত হয়।

আহত কিশোরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত কিশোর রায়হান ঢাকায় একটি গার্মেন্টেসে চাকরি করত। গত ১৩ আগস্ট সে ছুটিতে বাড়িতে আসে। ছুটির ফাঁকে বাড়তি অর্থ উপার্জনের জন্য ঝুঁকি নিতে গিয়ে প্রাণ হারায় সে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের
ছায়া নেমে আসেঝে।

এ ব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ আবু মোহাম্মদ দিলওয়ার হাসান ইমাম জানান, রায়হান নামে এক কিশোর রংপুরে মারা গেছে বলে খবর পেয়েছি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর