বগুড়ায় বাস কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৪

প্রতীকী ছবি

বগুড়ায় বাস কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৪

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কের নয় মাইলের জামালপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা চার বাসযাত্রী নিহত এবং ২০ জন আহত হয়েছেন।
আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অধিকাংশের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ জানায়, বগুড়াগামী একটি কার্ভাড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১৫-১৪৯৫) সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার জামালপুরে পৌঁছালে বিপরীতমুখী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। বাসটি (বগুড়া-ব-৪৬৬৬) বগুড়া থেকে ধুনট উপজেলায় যাচ্ছিল যাত্রী নিয়ে। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়ার শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত বাস এবং কাভার্ড ভ্যান পুলিশ হেফাজতে হয়েছে।

নিহতদের পরিচয় জানা যায়নি।

বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (টিএসআই) আশুতোষ মিত্র জানান, দুর্ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নিয়ে আসবার পর আরো তিনজন বাস যাত্রীর মৃত্যু হয়। হাসপাতালে আরও ২০ জন আহত চিকিৎসাধীন রয়েছে।

সম্পর্কিত খবর