প্রাকটিক্যাল চিন্তা করে না সুশীল সমাজ: প্রধানমন্ত্রী

ফাইল ছবি

প্রাকটিক্যাল চিন্তা করে না সুশীল সমাজ: প্রধানমন্ত্রী

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুশীল সমাজ হাইপোথেটিক্যাল (কাল্পনিক) চিন্তা করে, প্র্যাকটিক্যাল (বাস্তব) চিন্তা করে না। তারা অভিযোগ করেন, যে টাকা ভাতা দেওয়া হয় তাতে কি সংসার চলে? কিন্তু আমি বলতে চাই- সংসার চালানোর দায়িত্ব সরকারের না। আমাদের দায়িত্ব কেউ যেন অবহেলিত না থাকে, অভুক্ত না থাকে- সেই ব্যবস্থা করা।

জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমাজসেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের ভাতা দেওয়ার একটি লক্ষ্য আছে। কেউ যেন এই ভাতার ওপর নির্ভরশীল না হয়। এজন্য আমরা বেশি পরিমাণে ভাতা দিতে চাই না যার কারণে কেউ হাত গুটিয়ে বসে থাকে। তবে কেউ যেন ক্ষুধার্ত কিংবা অবহেলার শিকার না হয় সে দিকে সরকার বিশেষ লক্ষ্য রাখছে।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি মানুষকে কর্মমুখী হয়ে নিজের কাজ করতে হবে। যারা ভাতার আওতায় আছেন, তারা যেন ঘরে বসে ভাতা পেতে পারেন, সে জন্য কাজ করে যাচ্ছে সরকার। নিজেই নিজের ভাগ্য উন্নয়নে কাজ করতে হবে।

সম্পর্কিত খবর