গোবর কিনছে ভারত!

প্রতীকী ছবি

গোবর কিনছে ভারত!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

২০১৮ সালের ৫৫ কোটি টাকার গোবর কিনবে ভারতীয় রেলওয়ে। রেলের ত্রুটিযুক্ত 'বায়ো টয়লেটে' ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতীয় রেলওয়ের ৪৪.৮ ভাগ ট্রেনেই বায়ো টয়লেট আছে। সম্প্রতি ১ লাখ ১৯ হাজার ৬৮৯টি বায়ো টয়লেটের মধ্যে ২৫ হাজারটির মধ্যেই ত্রুটি ধরা পড়েছে।

এজন্য এত বেশি গোবর কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বায়ো টয়লেটের নিচের দিকে একটি বড় চেম্বার থাকে, যেখানে বর্জ্য এসে জমা হয়। ওই চেম্বারের মধ্যে থাকে ‘ইনোকুলাম’ নামের এক ধরনের জৈবিক সার, গোবর এবং পানি। এই তিনের মিশ্রণ বর্জ্যগুলোকে বায়োগ্যাসে রূপান্তরিত করে বাইরে বের করে দেয়।

কিন্তু যাত্রীরা শৌচাগারের মধ্যে বোতল ও অন্যান্য অপচনশীল জিনিসপত্র ফেলায় ক্ষতিগ্রস্থ হচ্ছে এই বায়ো টয়লেটগুলো।

বহুক্ষেত্রেই চেম্বার লিক হয়ে যাচ্ছে। ফলে বর্জ্যগুলো গ্যাসে রূপান্তরিত হওয়ার বদলে রেললাইনেই জমা হচ্ছে। এর সমাধান খুঁজছে রেল। এ কারণেই গোবর কেনার চিন্তা সরকারের। বর্জ্যগুলো গ্যাসে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াটি আরও দ্রুত করতে চেম্বারে বাড়ানো হবে গোবরের পরিমান।

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর