চীনে জাহাজ-ট্যাঙ্কার সংঘর্ষে ২ বাংলাদেশিসহ নিখোঁজ ৩২

সংগৃহীত ছবি

চীনে জাহাজ-ট্যাঙ্কার সংঘর্ষে ২ বাংলাদেশিসহ নিখোঁজ ৩২

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

চীনের সমুদ্র উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের সঙ্গে মালবাহী জাহাজের সংঘর্ষে দুই বাংলাদেশিসহ অন্তত ৩২ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজ অন্য নাবিকরা ইরানের নাগরিক। স্থানীয় সময় শনিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর সিনহুয়ার।

সংঘর্ষের পর পানামার নিবন্ধনভুক্ত তেলবাহী ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়। নিখোঁজদের উদ্ধারে আটটি উদ্ধারকারী জলযান পাঠিয়েছে চীন। মালবাহী জাহাজটি হংকং এর নিবন্ধনভুক্ত। মালবাহী জাহাজে থাকা ২১ নাবিককে গত রাতেই উদ্ধার করা হয়।

তারা সবাই চীনের নাগরিক।  তবে তেলবাহী ট্যাঙ্কারের থাকা নাবিকদের রবিবার সকাল পর্যন্ত উদ্ধার করা যায়নি।  রবিবার সকাল ৯টার সময়ও ট্যাঙ্কারটিতে আগুন জ্বলতে দেখা যায়।

খবর অনুযায়ী তেলবাহী ট্যাঙ্কারে ৩০ জন ইরানী ও দুইজন বাংলাদেশি ছিলেন। ট্যাঙ্কারটি ইরান থেকে দক্ষিণ কোরিয়ার দিকে যাচ্ছিল। ছবিতে তেলবাহী ট্যাঙ্কারটিকে দাউ দাউ করে জ্বলতে দেখা গেছে এবং দূর থেকে কালো ধোয়া উড়তে দেখা যায়।

কোরিয়া সরকার উদ্ধারকাজে সহায়তার জন্য কোস্টগার্ডের একটি জাহাজ ও একটি হেলিকপ্টার পাঠিয়েছে।

সম্পর্কিত খবর