বাংলাদেশ প্রতিদিন সম্পাদকের বিরুদ্ধে পরোয়ানায় নোয়াখালীতে মানববন্ধন

বাংলাদেশ প্রতিদিন সম্পাদকের বিরুদ্ধে পরোয়ানার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

বাংলাদেশ প্রতিদিন সম্পাদকের বিরুদ্ধে পরোয়ানায় নোয়াখালীতে মানববন্ধন

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও প্রকাশক ময়নাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন করেছে সাংবাদিক, রাজনীতিক, জনপ্রতিনিধি, আইনজীবী, এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নোয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১২টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
সিনিয়র সাংবাদিক আবুল হাসেমের সভাপতিত্বে ও বাংলাদেশ প্রতিদিন এবং নিউজটোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, নোয়াখালী প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক চ্যানেল২৪'র নোয়াখালী প্রতিনিধি মেজবাউল হক মিঠু, কালের কন্ঠের নোয়াখালী প্রতিনিধি সামছুল হাসান মিরণ, একুশে টিভির নোয়াখালী প্রতিনিধি জাহেদুল হক শামীম, জিটিভি ও বাসসের নোয়াখালী প্রতিনিধি বিকাশ সরকার, ইন্ডিপেন্ডেন্ট টিভির নোয়াখালী প্রতিনিধি আবু নাছের মঞ্জু, যুগান্তরের স্টাফ রিপোর্টার মো. হানিফ, জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক অ্যাড. আবদুর রাজ্জাক, অ্যাড. নুরুল ইসলাম সোহাগ, সাংবাদিক রুনু হাসান, ভোরের কাগজের নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সোহেল প্রমুখ।  
 
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী প্রতিদিনের সহকারী সম্পাদক বিধান ভৌমিক, সাংবাদিক এ আর আজাদ সোহেল, সাংবাদিক গাজীউল হক গাজী, আবদুল মোতালেব, সাংবাদিক রনজিত কুরী, গাজী রুবেল, দৈনিক খবরের প্রতিনিধি ইনজামুল হক আনন্দ, সাংবাদিক মাহবুব, সাংবাদিক শাহজাহান কচি, সাংবাদিক জিজিএম মাহবুবুর রহমান, ভোরের ডাকের প্রতিনিধি তছলিম শিকদারসহ বিভিন্ন রাজনীতিবিদ, আইনজীবী, এনজিও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ বিভিন্ন পেশাজীবীর প্রায় ২ শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।

 
 
মামলার প্রতিবাদ জানিয়ে সংহতি প্রকাশ করেছেন, নোয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. শিহাব উদ্দীন শাহীন, নোয়াখালী পৌরসভার মেয়র শহীদ উল্লাহ খান সোহেল, কবিরহাট পৌরসভা মেয়র জহিরুল হক রায়হান, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, দৈনিক নয়া সংবাদের সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী, দৈনিক সচিত্র নোয়াখালীর সম্পাদক আমিরুল ইসলাম হারুন, চৌমুহনী প্রেসক্লাবের সভাপতি ও প্রতিদিন আমার সংবাদের সম্পাদক আশরাফ ছিদ্দিকী বাবু, বার্তা সম্পাদক কামরুল কানন, এটিএন বাংলার প্রতিনিধি ফুয়াদ হোসেন, ডেইলি স্টারের নুরুল আমিন, দৈনিক জনজমিনের সম্পাদক অ্যাড. হুমায়ুন কবির, অ্যাড. ফারুক ও সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ওমর ফারুক প্রমুখ।
 
মানববন্ধনে বক্তারা বাংলাদেশ প্রতিদিন সম্পাদকের বিরুদ্ধে মানহানি মামলায় গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদ এবং অবিলম্বে ওই মামলা প্রত্যাহারের দাবি জানান।

উল্লেখ্য, ২০১৪ সালের ৯ এপ্রিল বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতায় 'সাবেকদের আমলনামা: রেশন ডিলার সাবেক প্রতিমন্ত্রী মোতাহারের শত কোটি টাকা' শিরোনামে সংবাদ প্রকাশের জেরে এই মামলাটি দায়ের করেন মোতাহার হোসেন। প্রতিবেদন প্রকাশের ৪০ দিন পর এই মামলাটি দায়ের করা হয়েছিল।

এরপর গত ২ জানুয়ারি লালমনিরহাটের ৪ নম্বর আমলি আদালতের বিচারক মো. আফাজ উদ্দিন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও প্রকাশক ময়নাল হোসেন চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

সম্পর্কিত খবর