শাহজালালে ১১ কেজি সোনাসহ জাপানি নাগরিক আটক

সংগৃহীত ছবি

শাহজালালে ১১ কেজি সোনাসহ জাপানি নাগরিক আটক

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ কেজি সোনাসহ এক জাপানি নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। শুক্রবার (১২ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে তাকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৫ কোটি টাকা।  

ঢাকা কাস্টমস হাউস সূত্র জানায়, কেনগো সিবাতা নামের ওই যাত্রী রাত ১২টা ৪০ মিনিটে সিঙ্গাপুর থেকে রিজেন্ট এয়ারের একটি ফ্লাইটে শাহজালালে অবতরণ করেন।

গ্রিন চ্যানেলে আসার পর ওই যাত্রীকে শনাক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ থাকার কথা অস্বীকার করেন। পরে স্ক্যান করে ও শরীরে তল্লাশি চালিয়ে ১১টি স্বর্ণবার উদ্ধার করা হয়।  

ঢাকা কাস্টমস হাউস সহকারী কমিশনার সাইদুল ইসলাম বলেন, এ ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

এর আগে গত ৯ জানুয়ারি শাহজালালে ২৪ পিস স্বর্ণসহ এক নারী যাত্রীকে আটক করে শুল্ক গোয়েন্দা। আটক যাত্রী স্বর্ণগুলো তার অন্তর্বাসে লুকিয়ে আনেন।

সম্পর্কিত খবর