স্থগিত হলো ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনও

ডিএসসিসি লোগো

স্থগিত হলো ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনও

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন ১৮টি ওয়ার্ডের নির্বাচনের তফসিলও স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে গত ৯ জানুয়ারি জারি করা এ নির্বাচন সংক্রান্ত তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

উত্তর সিটি করপোরেশনের মেয়র ও ওয়ার্ড কাউন্সিল নির্বাচনের তফসিল উচ্চ আদালতের আদেশে স্থগিত হওয়ার এক দিনের মাথায় দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে এই স্থগিতাদেশ এলো।

দক্ষিণ সিটির নির্বাচনের উপর এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এম ফারুকের হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

ডেমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন নির্বাচন স্থগিত চেয়ে রিট আবেদন দায়ের করেন।

আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যুক্ত নতুন ১৮টি ওয়ার্ড ও ৬টি সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচন হওয়ার কথা রয়েছে।

সম্পর্কিত খবর