ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরের কয়েক জেলা

প্রতীকী ছবি

ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরের কয়েক জেলা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় আজ শনিবার সকালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মাত্রা ছিল ৪ দশমিক ৫। এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম, যার কেন্দ্র ছিল বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্তের ৩০ কিলোমিটারের মধ্যে।

কুড়িগ্রাম, দিনাজপুর, রংপুর ও লালমনিরহাটে এ ভূকম্পন অনুভূত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প গবেষণা কেন্দ্র জানায়, সকাল ৭টা ১৪ মিনিট ৩০ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। উত্তরের জেলা কুড়িগ্রামে মূলত এটি বেশি অনুভূত হয়।

এদিকে শনিবার সকাল সোয়া ৭টার দিকে আসামের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয় বলে খবর দিয়েছে কলকাতার দৈনিক আনন্দবাজার।

তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ৫ সেকেন্ড স্থায়ী কম্পন অনুভূত হয় আসামসহ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে।  তবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল আসামের গৌরীপুরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৬।

গৌরীপুর কুড়িগ্রাম সীমান্তের ৩০ কিলোমিটারের মধ্যে, কুড়িগ্রাম জেলা সদর থেকে স্থানটির দূরত্ব ৭৭ কিলোমিটার।

সম্পর্কিত খবর