আখেরি মোনাজাতে শেষ হল বিশ্ব ইজতেমা

ফাইল ছবি

আখেরি মোনাজাতে শেষ হল বিশ্ব ইজতেমা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

দেশ ও জাতির কল্যাণ কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। টঙ্গীর তুরাগতীরে আজ সকাল ১০টা ২০ মিনিটের দিকে শুরু হওয়া এই আখেরি মোনাজাত চলে প্রায় আধ ঘণ্টাব্যাপী। আর এর মাধ্যমে শেষ হল তাবলিগ জামাতের ৫৩তম বিশ্ব ইজতেমা।

আখেরি মোনাজাতে দেশ-বিদেশের লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় তুরাগতীর।

বাংলা ও আরবি ভাষায় ২৫ মিনিটের এ মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম তাবলিগের শুরা সদস্য মাওলানা জুবায়ের।

মোনাজাতে সৃষ্টিকর্তার কাছে বিশ্ব উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করা হয়।

মোনাজাতে অংশ নিতে ভোর থেকে ময়দানে উপস্থিত হন লাখো মুসল্লি। ময়দান ও আশপাশের সড়কগুলোতে অবস্থান নেন তারা।

আশপাশে থাকা দালান-কোঠার ছাদেও নারী-পুরুষসহ অনেক মুসল্লিকে মোনাজাতে অংশ নিতে দেখা গেছে।

মোনাজাতে অতীতের সব ভুলের জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি বিশ্বের সব মুসলমানের মঙ্গল কামনা করা হয়। মোনাজাত প্রচারের জন্য গণযোগাযোগ অধিদপ্তর ও গাজীপুর জেলা তথ্য অফিস বিশেষ ব্যবস্থা নেয়।

ঢাকা ও আশপাশের এলাকা থেকে বহু নারীও এসেছিলেন মোনাজাতে অংশ নিতে। ময়দানে ঢোকার অনুমতি না থাকায় তারা আশপাশের বিভন্ন কারখানা ও আবাসিক ভবনের ছাদে অবস্থান নিয়ে মোনাজাতে হাত তোলেন।

সম্পর্কিত খবর