নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ীদের অবরোধ প্রত্যাহার

সংগৃহীত ছবি

নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ীদের অবরোধ প্রত্যাহার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপসের আশ্বাসে রাজধানীর নীলক্ষেতের নিউমার্কেট এলাকায় অবরোধ প্রত্যাহার করে নিয়েছে ব্যবসায়ীরা। নিউমার্কেটের পুরনো একতলা ভবনের ওপরে নতুন করে দোতলা নির্মাণের প্রতিবাদে সোমবার দুপুর থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে ব্যবসায়ীরা। বিকেল সাড়ে ৪টায় ঢাকা ১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বিক্ষোভস্থলে গিয়ে ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে কথা বলার পর অবরোধ সাময়িকভাবে শিথিল হয়।

তিনি বিক্ষোভকারীদের আশ্বাস দিয়ে বলেন, আমি সিটি করপোরেশন কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবো।

আশা করি, একটা সুন্দর সমাধানে আসতে পারবো। এ ব্যাপারে প্রয়োজনীয় ও উচিৎ পদক্ষেপ গ্রহণ করা হবে।

উচ্চ আদালতের নির্দেশে নিউমার্কেটের একতলা ভবনকে দোতলা করার সিদ্ধান্ত নেয় মালিক সমিতি। এই সিদ্ধান্তের প্রতিবাদ করে আসছেন ব্যবসায়ীরা।

তাদের দাবি, এ ভবন দোতলা করলে ব্যবসার পরিবেশ নষ্ট হয়ে যাবে।

দোতলা করার সিদ্ধান্তের প্রতিবাদে দুপুর ১২টার দিকে নীলক্ষেত মোড়ে কয়েকশ ব্যবসায়ী জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন। এ সময় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

সম্পর্কিত খবর