বরগুনায় 'বন্দুকযুদ্ধে' ৩ বনদস্যু নিহত

প্রতীকী ছবি

বরগুনায় 'বন্দুকযুদ্ধে' ৩ বনদস্যু নিহত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বরগুনায় র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' সুন্দরবনের বনদস্যু মুন্না বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এসময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। বুধবার ভোরে পাথরঘাটা উপজেলার মাঝেরচর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।  

বরিশাল র‌্যাব-৮ এর উইং কমান্ডার হাসান ইমন আল রাজিব জানান, সুন্দরবনে মাঝের চরে বনদস্যু মুন্না বাহিনীর অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।

এসময় র‌্যাব সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে বনদস্যুরা। এসময় র‌্যাবও পাল্টা গুলি চালায়।

এরপর ঘটনাস্থলে গিয়ে দস্যু মুন্না বাহিনীর স্বপন প্যাদাসহ তিনজনের লাশ পাওয়া যায়। এসময় তাদের কাছে থাকা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, 'র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি, তাদেরকে পাথরঘাটার পদ্মা এলাকায় নিয়ে আসা হবে বলে খবর শুনেছি। তবে নিহতদের বাড়ি কোথায় তা এখন পর্যন্ত জানা যায়নি।  

সম্পর্কিত খবর