সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, বিকেলে জনসভা

ফাইল ছবি

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, বিকেলে জনসভা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তৃতা রাখবেন তিনি। আর এর মাধ্যমেই আওয়ামী লীগের প্রাক্-নির্বাচনী প্রচারাভিযান শুরু হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

আজ মঙ্গলবার সকাল ১০টা ৩৮ মিনিটে বিমানযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।

জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রী বিভাগীয় শহরগুলো সফর করবেন। সিলেট দিয়ে এই সফর শুরু হচ্ছে। আগামী ৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর বরিশাল সফরে যাওয়ার কথা রয়েছে।

এদিকে সিলেটে পৌঁছেই প্রধানমন্ত্রী হজরত শাহজালাল (রহ.), হজরত শাহপরান (রহ.) ও হজরত গাজী বুরহান উদ্দিন (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

এরপর ২০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ১৮টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জনসভাস্থলসহ সিলেটজুড়েই বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মুহম্মদ আবদুল ওয়াহাব। তিনি বলেন, আলিয়া মাদ্রাসা মাঠসহ আশপাশের এলাকায় শতাধিক সিসি ক্যামেরা লাগানো হয়েছে। নগরের প্রবেশমুখে ১০০টি অস্থায়ী নিরাপত্তাচৌকি বসানো হয়েছে। সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা তৎপর রয়েছে।

সম্পর্কিত খবর