গাজীপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২

প্রতীকী ছবি

গাজীপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

গাজীপুরে বাস ও লেগুনার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ শুক্রবার সকালে ভোগড়া বাইপাসের পেয়ারা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- গিয়াস উদ্দিন ও রতন মন্ডল।

গিয়াস উদ্দিনের বাড়ি ময়মনসিংহে ও রতন মন্ডেেলর বাড়ি ফরিদপুরে।  

নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আব্দুল হাই জানান, সকালে ভোগড়া বাইপাস মোড় থেকে যাত্রী নিয়ে একটি লেগুনা কোনাবাড়ির দিকে যাচ্ছিল। লেগুনাটি ভোগড়া বাইপাসের পেয়ারা বাগান এলাকায় পৌঁাঁলে একটি রিকশাকে পাশ কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা আজমেরি গ্লোরী পরিবহনের একটি বাসের সাথে সংঘর্ষ ঘটে। এসময় গুরুতর আহত হন লেগুনার ৫ যাত্রী।

আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। নিহত দুইজনের নাম গিয়াস উদ্দিন ও রতন মন্ডল। নিহত গিয়াস উদ্দিনের বাড়ি ময়মনসিংহে ও রতন মন্ডেেলর বাড়ি ফরিদপুরে।  

আহত অপর তিনজনের মধ্যে দুইজনকে উন্নততর চিকিৎসাসেবা দেয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর