জোরপূর্বক হিজাব খোলার ক্ষতিপূরণ সাড়ে ৬৮ লাখ টাকা!

জোরপূর্বক হিজাব খোলার ক্ষতিপূরণ সাড়ে ৬৮ লাখ টাকা!

নিউজ ২৪ ডেস্ক

জোরপূর্বক হিজাব খুলে নেওয়ায় যুক্তরাষ্ট্রের পুলিশ বিভাগকে  ৬৮ লাখ টাকা (৮৫ হাজার মার্কিন ডলার) পরিশোধের নির্দেশ দিয়েছে দেশটির আদালত।

ক্রিস্টি পাওয়েল নামে এক মার্কিন মুসলিম নারীর হিজাব খুলে নেয়ায় এ নির্দেশ দেয়া হয়।

বৃহস্পতিবার ধর্মীয় ও পোশাকের স্বাধীনতায় আঘাত হানার অভিযোগে ক্যালিফোর্নিয়ার লং বিচ শহরের একটি আদালতের পক্ষ থেকে এ রায় দেয়া হয়। রায়ের সময় ক্রিস্টির পক্ষে ছিল যুক্তরাষ্ট্রের মুসলিম মানবাধিকারবিষয়ক সংস্থা আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর)।

খবর লস অ্যাঞ্জেলেস টাইমসের।
খবরে বলা হয়, ২০১৫ সালের মে মাসে আফ্রিকান বংশোদ্ভূত মার্কিন নাগরিক ক্রিস্টিকে আটক করে পুলিশ। সেসময় তাকে জনসম্মুখে হিজাব খুলতে বাধ্য করা হয় বলে অভিযোগ করে সিএআইআর। পরে পুলিশের বিরুদ্ধে ২০১৬ সালে একটি মামলা করেন ক্রিস্টি।
এ বিষয়ে ক্রিস্টি বলেন, ‘আমার মতো অবস্থায় অন্য কাউকে যেন পড়তে না হয়। ’

সম্পর্কিত খবর