রাজধানীতে বিজিবি মোতায়েন

ফাইল ছবি

রাজধানীতে বিজিবি মোতায়েন

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় প্রশাসনের অনুরোধে রাজধানী ঢাকায় আজ বুধবার সন্ধ্যা ৬ টা থেকে  ২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মহসিন রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া সিরাজগঞ্জে ৩ প্লাটুন, বগুড়ায় ৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৩ প্লাটুন, নোয়াখালীতে ১ প্লাটুন, লক্ষ্মীপুুুরে ১ প্লাটুন এবং চাঁদপুরে ১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এছাড়া নিরাপত্তার চাঁদরে ঘিরে ফেলা হয়েছে সংশ্লিষ্ট আদালত এলাকা।

 পোশাকি আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাদা পোশাকে তৎপর রয়েছে গোয়েন্দা সংস্থার সদস্যরা। রাজধানীর প্রবেশপথগুলোতে তল্লাশির পাশাপাশি মহাসড়কে কড়া নজরদারি শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।  র‌্যাব ও গোয়েন্দা পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে।

ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে বৃহস্পতিবার জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার তারিখ রয়েছে।

দোষী সাব্যস্ত হলে এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সর্বোচ্চ যাবজ্জীবন সাজা হতে পারে।

সম্পর্কিত খবর